ALL RELIGIONS HAVE BEEN MADE BY HUMANS!!!!! STOP FIGHTING

"Mora Eki Brinte Duti Kusum"

[Written by Kazi Nazrul Islam]


মোরা একই বৃন্তে দুটী কুসুম হিন্দু- মুসলমান | মুস্ লিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ || এক সে আকাশ মায়ের কোলে / যেন রবি-শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান || মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল | এক সে দেশের মাটীতে পাই / কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান || চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি | কাঁদব তখন গলা ধ'রে, / চাইব ক্ষমা পরস্পরে, হাস্ বে সে দিন গরব ভরে এই হিন্দুস্থান ||




Comments

Post a Comment

Popular posts from this blog

10 Healthy Eating Tips for Busy Students

R.I.P